Thursday, 13 September 2018

আমায় ভাসাইলি যে আমায় ঢুবাইলি রে

                      লেখক: জসীম উদ্দিন
                        শীল্পী:আলমগীর



আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।
আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।

কুল নাই কিনার নাই নাইকো দরিয়ায় পারি।
কুল নাই কিনার নাই নাইকো দরিয়ায় পারি।
সাবধানে চালাইও মাঝি আমার ভাঙ্গা তরী।
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।

আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।

পানসা জলে সাই ভাসাইয়ে সাগরেরও বানে।
পানসা জলে সাই ভাসাইয়া সাগরেরও বানে।
আমি জিবনের ভেলা ভাসাইলাম ।
আমি জিবনের ভেলা ভাসাইলাম
কেউ না তা জানেরে ।
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।

আমার ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।
আমায় ভাসাইলিরে আমায় ডুবাইলিরে
অকুল দরিয়ায় বুঝি কুল নাইরে।


Collected old folk song

No comments:

Post a Comment