Wednesday, 12 September 2018

ওরে নীল দরিয়া ore nil doriya

  1.           ছবি:সারেং বউ
              শিল্পী: আব্দুল জব্বার



ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছারিয়া।
বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া।


কাছের মানুষ দুরে থুইয়া মরি আমি ধরফরাইয়ারে।
দারুন জ্বালা দিবানিশি অন্তরে অন্তরে।
আমার এতো সাধের মন বধূয়া হাইরে কি জানি কি করে।

ওরে সাম্পানের নাইয়া আমায় দেরে দে ভিরাইয়া।
বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া।


হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিরাই তরী রে।
নোঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে।
আমার মনের নোঙর পইরা আছে হাইরে সারেং বাড়ির ঘরে।

ওইনা পথ ধইরা আমি কত না গেছি চইলা।
একলা ঘরে মন বধূয়া আমার রইছে পথ চাইয়া।




Collected Bangla folk song

No comments:

Post a Comment